অবশেষে আজ বৃহস্পতিবার রিপোর্ট এলো তাও আবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পজিটিভ। ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন্ট এখন আপাতত ওয়াইট হাউসে কোয়ারেন্টাইন মানে নিভৃতেবাসে আছেন। কিন্তু উনি অলরেডি দুটি কোভিড ভ্যাকসিন নিয়েছেন এবং দুটি বুস্টার ডোজও নিয়েছেন। উনার উপসর্গ অতি সামান্য বলে দাবি করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। তাদেরই নির্দেশে প্রেসিডেন্ট বাইডেনকে হোয়াইট হাউসে রাখা হয়েছে এবং উনি এখান থেকেই দেশ শাসন করবেন ও সরকারী সকল আনুসাঙ্গিক কর্মকান্ড পালন করবেন।