বাংলার আকাশে বাতাসে বহিছে হাওয়া। হাওয়া হলো বাংলাদেশের সাড়াজাগানো থ্রিলারধর্মী চলচিত্র। চলচিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। সান মিউজিক এবং মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন স্বনামধন্য অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসিরউদ্দিন খান, সোহেল মন্ডল, রিজভী রিজুসহ আরো অনেকে। এই চলচিত্রটির ট্রেইলার গত ৭ই জুন ইউটিউবে প্রচারিত হয়েছে।
কাহিনী অসাধারণ। গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার ও আটজন মাঝিমাল্লা এবং একজন সাসপেন্সনাল কারেকটর রহস্যময়ী বেদেনীরর গল্প নিয়ে এক অজানার দিকে অগ্রসর। গল্পটির সংলাপে আছেন সুকর্ণ সাহেদ ধীমান। চিত্রনাট্যকার জাহিন ফারুক আমিন। প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। সুরকার ইমন চৌধুরী
রাশেদ শরীফ শোয়েব (আবহ সঙ্গীত)। চলচিত্রের প্রযোজনা করেছেন ফেসকার্ড প্রোডাকশন। চলচিত্রটির একটি গান ভীষণভাবে ভাইরাল হয়েছে। গানটি হলো সাদাসাদা কালাকালা। গানটি ইউটিউব, ফেসবুকসহ সকল সোশ্যাল মিডিয়াতে সাড়া জাগিয়েছে। গানটি সকলে পছন্দ হয়েছে। সবার মুখে একই গান বারবার বিভিন্ন আঙ্গিকে ঘুরে ফিরে গুনগুন করছে। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির ভিউ এখন পর্যন্ত হয়েছে ১০ মিলিয়ন।
গানটিতে কন্ঠ দিয়েছেন আরফান মৃধা শিবলুে
কথা ও সুর হাশিম মাহমুদ, সঙ্গীতঃ ইমন চৌধুরী
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
- Advertisement -
হইছি আমি মন পাগেলা
বসন্ত কালে
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।
পিরিত ভালা গলার মালা
বল্লে কি আর হয়
যারে ভালো লাগে আমার
দেখলে তারে
চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়।
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
হইছি আমি মন পাগেলা
বসন্ত কালে
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি
ছবিটি খুলনার শঙ্খ এবং লিবার্টিসহ সমগ্র বাংলাদেশে একযোগে রিলিজ হচ্ছে আগামী ২৯শে জুলাই ২০২২ ইং তারিখে।