আগামী থেকেই শুরু হতে যাচ্ছে মহল্লাভিত্তিক লোডশেডিং
বিশ্বের সাথে তালমিলিয়ে বিদ্যুৎ সংকট মোকাবেলায় এই লোডশেডিং-এর সিদ্ধান্ত নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। হতে পারে এই লোডশেডিং এর সম্ভাব্য ২ ঘন্টার চেয়েও বেশি হতে পারে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। উইকলি যেকোন একদিন বন্ধ থাকবে দেশের সকল পেট্রোল পাম্প। দেশের বিদ্যুৎ এর খরচ বাঁচানোর জন্য ডিজলেচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করা হতে পারে। বাংলাদেশের রাজধানী তেজগাঁও-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানীবিষয়ক সংশ্লিষ্টগণ একটি সভার আয়োজন করেন। এই সভায় এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা সকলে জানি ইউক্রেণ রাশিয়া যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে এক মন্দার অবস্থা হয়েছে। আমরা এক অনাকাংখিত যুদ্ধের দোড়গোড়ায় আছি। শ্রীলঙ্কা আমাদের সকলের চোখে বৃদ্ধাঙ্গুলী দিয়ে জানান দিচ্ছে সেই দুর্ভিক্ষের কথা। তাই আমরা সকলে একটু সচেতন হলে আশা করি আমাদের শ্রীলঙ্কার মতো সমস্যা হবে না। বাংলাদেশ বিশ্বের দরবারে এক রোল মডেল। সারা বিশ্ব এক বাক্যে স্বীকার করেছে যে, বাংলাদেশ থেকে সকল দেশকে শেখার আছে।