নতুন একটি ওয়েভসাইটকে খবু সহজেই ২৪ ঘন্টা বা তার কম সময়ে গুগল Index-এ নিয়ে আসা যায়। এজন্য কিছু বিষয় মেনে চলতে হবে। চলুন বিষয় টি পরিষ্কার করা যাক, একটি website এর search engine এ Ranking পাওয়ার প্রথম ধাপ হচ্ছে Indexing. অর্থাৎ ওটা দ্বারা বুঝা যায় যে Google ঐ সাইটটি সম্পর্কে অবগত এবং তাকে Indexing করেছে। তবে এর মানে কিন্তু এই না যে, ঐ site টি নির্দিষ্ট keyword এর উপরে Search Engine এ Rank পেয়েছে। এক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো, Indexing পাওয়ার জন্য Site এর URL টিকে বিবেচনার জন্য Google-এ Submit করা।
১ম ধাপঃ সাইটের সাথে সম্পর্কিত অন্যান্য site খুজে বের করা
এক্ষেত্রে পদ্ধতি সমুহ হচ্ছেঃ-
• Google.com ব্যবহার করা
• Key-phrase অনুযায়ী-ব্লগ খুজে বের করা
• শীর্ষ স্থানীয় ১০ টি professional site থেকে ১ টি সাইটকে নির্বাচন করা যেটাতে কিছু পোষ্ট সংশ্লিষ্ট মন্তব্য করা আছে এবং যার বিষয়বস্তু visitor-দের উপকৃত করবে বোলে মনে হয়।
২য় ধাপঃ সংশ্লিষ্ট পোষ্ট এ Comment করা
এক্ষেত্রে পদ্ধতি সমুহ হচ্ছেঃ-
• একটি পোষ্ট খুজে বের করা যাতে আপনি মন্তব্য করতে চান। এ ক্ষেত্রে সম্প্রতি কোন পোষ্টকে বেছে নিতে পারেন যাতে কিছু শোভন/ভাল মন্তব্য করা হয়েছে।
• মন্তব্য অংশে নাম এর field এ নাম দিতে হবে। অনেকে মতভেদ করে যে এখানে নামের বদলে নির্দিষ্ট Key-phrase ব্যবহার করা উচিত, এক্ষেত্রে Link Building করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য Site টিকে Indexing করানো।
এজন্য আমার মতামত হচ্ছে নামের ক্ষেত্রে Key-phrase ব্যবহার না করা কেননা এটা করলে গুগল অনেক সময় মন্তব্য গুলো Blog Spam bin- এ ফেলে দিতে পারে অথবা একই সাথে moderator বিষয়টি অবজ্ঞা করতে পারে।
• E-mail: অনেক Blog-এ মন্তব্য করার জন্য E-mail দেওয়া হয়। বিষয়টি সুবিধা জনক কেননা আপনার মন্তব্যটি অনুমোদিত হলে অথবা অন্য কেউ Post এর উপর মন্তব্য কোরলে E-mail এ নোটিশ করা হয়।
• মন্তব্য করাঃ মন্তব্য করার ক্ষেত্রে সে সব পোষ্টকে গুরুত্ব দিতে হবে যে বিষয় বা পোষ্ট নিয়ে কথোপকথোন চলমান এবং ঐ ক্ষেত্রে নতুন প্রশ্নও করা যেতে পারে।অর্থাৎ মূল কথা হচ্ছে উপযুক্ত মন্তব্যের মাধ্যমে website এর মালিক কে সন্তুষ্ট কোরতে হবে।
৩য় ধাপঃ URL সংযুক্ত করা
এক্ষেত্রে পদ্ধটি হচ্ছেঃ-
• মন্তব্য Submit করার পূর্বে “Website” অথবা “URL” Box এর দিকে মনোযোগ দিতে হবে। যখন আপনার মন্তব্য অনুমোদিত হবে এবং Search Engine সেটাকে দেখবে তখন Search Engine উৎসাহিত হবে এবং Search Engine Site টি visit করবে, আর এই visit টি মূলত: আপনার Blog মন্তব্যের সুফল।
ব্যাস! ২৪ ঘন্টার মধ্যে আপনি আপনার ফলাফল দেখতে পাবেন।
আনুসঙ্গিক বাড়তি কাজঃ
আপনি আপনার যে Post টিতে মন্তব্য কোরেছেন সেটি Bookmark করে রাখুন।এক্ষেত্রে Index Book Marking Service যেমন- Digg, Delicious, অথবা StumbleUpon বেছে নিন। এই সমস্ত Site গুলো Google বিরতিহীন ভাবে Crawl কোরছে, কাজেই এটা আপনার Indexing কে তরান্বিত করবে। একই সাথে Site টির মালিক আপনার এ কাজে খুশী হবেন।
উল্লেখিত ধাপগুলো ঠিক ঠিক কাজ করেছে কি? এছাড়া আপনার কাছে কোন নতুন ধারনা আছে কি? যদি থাকে তাহলে নিচে মন্তব্য করুন।