কম্পিউটারের বাহ্যিক যত্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কম্পিউটারের ভেতরের অংশের যত্নের মতো।
নিচে কম্পিউটারের যত্ন-সম্পর্কিত টিপস দেওয়া হলো।
১· কম্পিউটারের মনিটর, সিপিইউ, কি-বোর্ড ব্যবহারের পর সম্ভব হলে কভার দিয়ে ঢেকে রাখুন। তবে কম্পিউটার চালু অবস্থায় কখনোই সিপিইউ ঢেকে রাখা যাবে না।
- Advertisement -
২· কি-বোর্ডসহ সব অংশ পানি বা যেকোনো ধরনের খাবার থেকে দূরে রাখুন।
৩· জানালার পাশে না রাখাই ভালো।
কারণ, হঠাৎ করে নামা বৃষ্টি ক্ষতি করতে পারে কম্পিউটারের।
৪· ভালো মানের মাল্টিপ্লাগ ব্যবহার করুন। মাল্টিপ্লাগে কোনোভাবেই যেন কখনো পানি না ঢোকে।
৫· মনিটর পরিষ্কার করুন নরম কাপড় দিয়ে।
৬· যে মাল্টিপ্লাগে কম্পিউটারের সংযোগ থাকবে, সম্ভব হলে আরও যেকোনো যন্ত্রপাতি যেমন-টেবিল ফ্যান, মোবাইল ফোনের চার্জার ইত্যাদির সংযোগ পরিহার করুন ওই মাল্টিপ্লাগ থেকে।
৭· সিডি/ডিভিডি ড্রাইভ হাত দিয়ে না লাগিয়ে নির্ধারিত সুইচ ব্যবহার করুন।
৮· কম্পিউটার চালু অবস্থায় কোনো কারণেই ভেতরের কোনো যন্ত্রাংশে হাত দেবেন না। কারণ এতে শুধু কম্পিউটার নয়, আপনারও ক্ষতি হতে পারে।
৯· যেকোনো ধরনের আঘাতমুক্ত রাখতে হবে কম্পিউটারকে।
১০· ভালো মানের ইউপিএস ব্যবহার করা সত্যিই জরুরি। কারণ হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে খুব বড় ধরনের ক্ষতি হতে পারে কম্পিউটারের। ফয়সাল হাসান সন্ধী