শ্রীহরি সহায়
ঋতুরাজ বসন্তের শুভাগমনে তমাচ্ছন্ন সকল জীব ও জগতের কল্যাণ ও মঙ্গল কামনায় কালেখারবেড় দক্ষিণপাড়া সার্বজনীন হরি মন্দির ( শ্রীমৎ নিরাপদ গোসাই এর বাড়ি) প্রাঙ্গণে প্রতিবছরের ন্যয় আগামী ইং ২২/০২/২০২৪ তারিখ বাংলা ৯ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপী বার্ষিক মতুয়া মহোৎসব এর আয়োজন করা হয়েছে।
উক্ত মহোৎসবে আপনাকে/আপনাদেরকে উপস্থিত থেকে এই মহোৎসবকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্য মন্ডিত করতে বিনম্র আহবান জানাচ্ছি।
জয় হরিবল