অবশেষে খুনের ২৪ ঘন্টার মধ্যে আজ বুধবার ডিবি পুলিশের তৎপড়তায় জঙ্গলে গা ঢাকা দেওয়া অবস্থায় ধরা পড়লো নেত্রকোণার সেই খুনি কাউসার। গতকাল মঙ্গলবার বিকালে স্কুল থেকে ফেরার পথে মুক্তি রাণী বর্মণকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তৎক্ষণাৎ এলাকাবাসী মুক্তি রাণীকে ধরে হাসপাতালে নিয়ে গেলে সেই হাসপাতালের চিকিৎসক ট্রান্সফার করে দেয় অন্যত্র একটি হাসপাতালে। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মুক্তি রাণী বর্মণের মৃত্যু হয়।