নেত্রকোণার বারহাট্টায় বখাটের ধারালো অস্ত্রে নিহত স্কুল ছাত্রী মুক্তি রাণী বর্মণ।

স্কুল ছুটির পর মুক্তি বাড়িতে যাওয়ার পথে প্রেমনগর ছালিপুরা ঈদগাহ মাঠের পাশে নদীর পারে এই ঘটনা ঘটে। এই জঘণ্যতম খুন করেছে ছালিপুরা গ্রামের কাউসার মিয়া তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্রের এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করা হয় মুক্তিকে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে যে, মুক্তি রানী বর্মণ নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের। মুক্তি … Continue reading নেত্রকোণার বারহাট্টায় বখাটের ধারালো অস্ত্রে নিহত স্কুল ছাত্রী মুক্তি রাণী বর্মণ।