অলকা
ষষ্ঠ বর্ষ পূজা সংখ্যা – ১৩৫০ বাং (১৯৪৩ইং)
হরপ্রসাদ মিত্র
এখানে শরৎ-রৌদ্রে দেখা যায় যুবতী পদ্মাকে
কুলে কুলে মাটি বোনে আস্তরণ লতায়-পাতায়।
ঘন পর্দা ছিঁড়ে চলে লৌহবর্ত্মে আমাদের ট্রেন
কি এক সৌরভ আসে দূর হতে রৌদ্রে ও ছায়ায়!
পদ্মার যৌবন-গন্ধ কতো ক্লান্ত নায়কের মনে
বাড়ায় ব্যর্থাতা-বোধ। কী বলিষ্ঠ উদ্দীপ্ত যৌবন
একবার চোখে পড়ে লক্ষফণা দুরন্ত নদীতে,
একবার মনে হয় ট্রেণে-আসা যাত্রীরা বামন।
অশান্ত যৌবনে বলো কে বেঁধেছে পাথরে-লোহায়?
তরঙ্গেরা খেলা করে সেতুতলে মাঝিদের হাতে।
পালে কী অবাধ্য হাওয়া, আকাশে কী আশ্চর্য দৌড়!
কলঙ্কিত হ’লো মাটি বহুশত লুব্ধ পদপাতে।
মসৃণ আদ্দির বেশ কতো ক্লান্তি ছড়ায় বাতাসে
একুশে আশ্বিনে ছুটি, ওরা বলে ফুরোবে সাতাশে।
- Advertisement -
তারপর, জানি পদ্মা কলহাস্যে ভ’রে দুই তট
মুছে দেবে কলঙ্কিত মাঠ, বন, সহস্রায়ু বট।